হুগলির গুড়াপে গিয়ে পুলিশকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিলেন বিজেপির রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, ‘এখনও সময় আছে, শুধরে যান। আপনাদের বাড়িতে ছেলে-মেয়ে আছে। আমরা ক্ষমতায় এসে যদি ধর্ষণ-আফিম-গাঁজার কেস দিই। তখন কেমন লাগবে!’
দলীয় কর্মীর উপর হামলা ও গুলি চালানোর প্রতিবাদে গুড়াপ থানায় বিক্ষোভ দেখাতে যান বিজেপি কর্মী-সমর্থকরা। অশান্তি আশঙ্কায় থানা চত্বরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। করা হয়েছিল ব্যারিকেডও। কিন্তু, ব্যারিকেড ভেঙে থানার দিকে এগোতে থাকেন বিক্ষোভকারীরা।থানা লক্ষ্য করে ইটবৃষ্টিও করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। ছত্রভঙ্গ হয়ে যান বিজেপি কর্মী-সমর্থকরা। তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য বিজেপির প্রতিনিধিরা যখন গুড়াপে পৌঁছান, তখন ফের উত্তেজনা ছড়ায়। দলের রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গুড়াপের মহেশ্বরপুর মোড়ে ফের পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। অবরোধ চলাকালীন পুলিশকেই মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।
