২০২১ এর বিধানসভা ভোটের রণকৌশল সাজাতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপিকে, প্রধানত নরেন্দ্র মোদীকে তাঁর অস্ত্রেই ঘায়েল করতে আরও এক কদম এগোলেন তিনি। একসময় নরেন্দ্র মোদীর রণকৌশল সাজানো প্রশান্ত কিশোরকেই এবার নিজের রণকৌশলে ঘুটি সাজানোর দায়িত্ব দিয়েছেন মমতা। সেই সূত্রেই আবারও মমতার সঙ্গে বৈঠকে বসলেন প্রশান্ত কিশোর।
এদিন দ্বিতীয় বারের জন্যে নবান্নে এলেন প্রশান্ত কিশোর। প্রায় একঘণ্টা বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রুদ্ধদ্বার সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ২০২১ সালে বিধানসভা ভোটের জন্য এখন থেকেই উঠেপড়ে লাগতে চাইছেন মমতা। সেইসূত্রেই এই বৈঠক। এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মসূচী কী হবে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। যা শাসক দল হিসেবে তৃণমূলকে অন্যান্য দলের তুলনায় অনেকটা এগিয়ে দিতে পারে। শুধু তাই নয়, রাজ্য সরকার এতদিন ধরে উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করেছে, তা কীভাবে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় বা তার প্রচার কৌশলই বা কী হবে, সেই নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। তবে নবান্ন থেকে বেরনোর সময় সাংবাদিকদের সঙ্গে এবিষয়ে কোনও কথাই বলতে চাননি প্রশান্ত কিশোর।