নিজেকে এইভাবে শেষের পথে কেন নিয়ে গেল জি ডি বিড়লা স্কুলের কৃতী ছাত্রী কৃত্তিকা, তার সন্ধান এখনও পাওয়া যায়নি। গোয়েন্দারা হন্যে হয়ে বোঝার চেষ্টা করছে সুইসাইড নোটে লিখে যাওয়া কৃত্তিকার প্রতিটা কথার মানে। এরই মধ্যে নতুন মোড় নিল এই ঘটনা। কৃত্তিকার মা-বাবাকে নোটিশ পাঠানোর নির্দেশ দিল হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ বারবার একই জিনিস চলতে পারেনা। ‘ এক্ষেত্রে অভিভাবকদের গাফিলতির বিষয়টিই তুলে ধরতে চেয়েছে আদালত। এতদিন ধরে অবসাদে ভুগতে থাকা মেয়ের সঠিক যত্ন কেন তাঁরা নিতে পারলেন না, কেন বুঝতে পারলেন না এটি মারাত্মক হতে পারে, তা নিয়ে প্রশ্ন করতে চায় আদালত। তাই তাঁর মা-বাবাকে নোটিশ পাঠানোর এই নির্দেশ।
অন্যদিকে, লা মার্তিনিয়ার স্কুলের নিরাপত্তা সংক্রান্ত সি আই এস এফ-এর রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়ে স্কুলের সচিব, প্রিন্সিপালকে নোটিশ পাঠাবার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়ও যুক্ত করা হয়েছে জি.ডি. বিড়লার মামলায়। পরবর্তী শুনানি হবে আগামী ২২ জুলাই।