সম্প্রতি দল বদল করে বিজেপিতে গিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রমারি। সেখানে গিয়েও রেহাই নেই তাঁর। জানা গেছে, তাঁর বিজেপিতে যোগদান ঘিরে অসন্তুষ্ট হয়েছে সেখানকারই পুরোনো বিজেপি কর্মীরা।
২০১৬ বিধানসভা নির্বাচনের আগে বীরপাড়ার মাটিতে দাঁড়িয়ে কালচিনির ওই বিধায়ককে ‘চন্দন দস্যু’ বলে সম্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ‘দস্যু’রই বিজেপিতে যোগদান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, মাত্র তিন বছরের মধ্যে কী এমন ঘটল যে ‘দস্যু’ থেকে ‘রত্নাকর’ হয়ে গেলেন উইলসন চম্প্রমারি? সম্প্রতি দিল্লীতে বিজেপির সদর দফতরে গিয়ে যোগ দিয়েছিলেন চম্প্রমারি।
কিন্তু এতেই হয়েছে কাল। সেই যোগ দেওয়াকেই ভালোভাবে মেনে নিতে পারেন নি কালচিনি এলাকারই বিজেপি নেতৃত্ব। আজ তারই প্রতিবাদে রাস্তায় নামলেন কালচিনির বিজেপি নেতৃত্ব। ক্ষুব্ধ বিজেপির নিচুতলার কর্মীরাও। সেই কারণে আজ বিকেলে কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ বাসস্ট্যাণ্ডে বিজেপি কালচিনি যুব মোর্চার নেতা কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসেন। উইলসনের বিরুদ্ধে “গো ব্যাক” স্লোগানও দেন তাঁরা।
এদিকে উইলসন বিরোধিতা নিয়ে মুখ খুলতে নারাজ বিজেপির জেলা নেতৃত্ব। শেষপর্যন্ত নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়, তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।