বৃহস্পতিবার ভোরে মুম্বই থেকে নিউ জার্সির নেওয়ার্ক লিবারটি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিল বিমানটি। আচমকাই বিমানটির মধ্যে দেখা দেয় বোমাতঙ্ক৷ যার জেরে লন্ডনে জরুরি অবতরণ করা হয় বিমানটির৷
এয়ার ইন্ডিয়ার তরফে প্রথমে টুইটে জানানো হয়, ১৯১ মুম্বই-নেওয়ার্ক বিমানটিতে বোমাতঙ্ক হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে সেটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। যদিও পরে সেই টুইট ডিলিট করে দেওয়া হয়। বলা হয়, ‘এ বিষয়ে আপডেট জানানো হবে।’
