আজ লড়াই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের। ম্যানচেস্টারে এই মহালড়াইতে শুরুটা ভালো হল ভারতের। টস জিতলেন বিরাট কোহলি। বিন্দুমাত্র না ভেবে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বিরাট। এই প্রতিবেদন লেখার সময় ৫ ওভারে ১৭ রান করেছে ভারত।
টসে জিতে ভারতীয় অধিনায়ক সঙ্গে সঙ্গে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কারন হিসেবে বলতে গিয়ে বিরাট বলেন, “এই উইকেট আগেও ব্যবহার করা হয়েছে। সুতরাং উইকেট স্লো থাকবে। যত ম্যাচ গড়াবে তত স্লো হতে থাকার সম্ভাবনা। আর তাই পরে দুই রিস্ট স্পিনার কাজে লাগতে পারবে। এ ছাড়াও তৃতীয় স্পিনার হিসেবে কেদার যাদবও এই উইকেটে ভালো প্রভাব ফেলতে পারে।” আগের ম্যাচের দলই রেখেছে ভারত।
ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার বলেন তিনিও টসে জিতলে ব্যাটিং করতেন। কিন্তু এখন চেষ্টা করবেন, যত কম রানে সম্ভব, ভারতকে আটকে রাখার। দলে দুটি পরিবর্তন করেছে ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইসের জায়গায় দলে এসেছেন সুনীল অ্যাম্ব্রিস। স্পিনার অ্যাশলে নার্সের জায়গায় ফ্যাবিয়েন অ্যালেন দলে এসেছেন।