এ বার বিজেপি-র বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের জন্য বাম-কংগ্রেসকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বিধানসভায় জবাবে ভাষণে বাম-কগ্রেসের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের লড়াইয়ে সামিল হোন৷’
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিপিএম, কংগ্রেস দেশকে ধ্বংস করবে, আমি বিশ্বাস করি না’। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী প্রতিবাদ করেন। তখনই তাঁকে শান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আরে, আপনাদের ভালোই বলছি’। ফের প্রসঙ্গের রেশ টেনে মমতা বলেন, ‘বিজেপি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। ধর্মী উন্মাদনা ছড়াচ্ছে’। দলত্যাগীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের আগেই অনেকের রফা হয়ে গিয়েছিল। তারাই গিয়েছে। বিজেপি জোতদার জমিদার দল’। এই কথা বলার সঙ্গে সঙ্গেই বামেদের তরফে প্রতিবাদ করা হয়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বিজেপিকে বলছি, আপনাদের গায়ে লাগছে কেন?’ এরপরই কংগ্রেস ও বামেদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে প্রতিরোধ গড়া দরকার। বিজেপি ছাড়া বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলি সৎ’। বিজেপির উদ্দেশ্যে মমতা বলেন, ‘কয়েকটা সিট পেয়ে ভাববেন না কেউ পালাবে, বিজেপিকে উত্খাত করবই’।
রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে জবাবি ভাষণে মমতা বলেন, ‘নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে প্রশাসনিক ব্যবধান রয়েছে’৷ তাঁর কথায়, ‘প্রশাসনিক ব্যবধানের কথা মানছি৷ নির্বাচনোত্তর হিংসা আমরা কেউই চাইনি৷ নির্বাচনের জন্য আইপিএস-আইএএসদের কব্জায় নিয়েছিল নির্বাচন কমিশন৷ সেই জন্যই ব্যবধান তৈরি হয়েছে৷ বিজেপি-ই প্রথম সংঘর্ষ বাঁধায়৷ বিজেপি-র ২ জন ও তৃণমূলের ৪ জন মারা গিয়েছেন৷’
এরপরই বিজেপি-কে রুখতে বাম-কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে একজোট হয়ে লড়ার বার্তা দেন মমতা৷ বলেন, ‘আমাদের লড়াইয়ে সামিল হোন৷ সংবিধানটাই না বদলে দেয় বিজেপি৷ সবাইকে একসঙ্গে আসা দরকার৷’