কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার অবস্থা এখন স্থিতিশীল। গতকাল হঠাৎ বুকে ব্যথা হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিশ্বকাপে বিশ্লেষকের কাজ করবার জন্য ভারতে আছেন লারা। ওয়েস্ট ইন্ডিজের বোর্ড টুইট করে কিংবদন্তি ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করেছে।
হাসপাতাল থেকে টুইট করেছেন লারাও। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাঁর বার্তাও প্রকাশ করেছে। লারা বলেছেন, “জানি এখানে কী হচ্ছে জানার জন্য সবাই উদ্বেগে আছে। সকালে জিম করছিলাম। তখন বুকে ব্যথা হওয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলি। আমাকে ওরা হাসপাতালে নিয়ে যায়। বুকে ব্যথাটা ছিলই। প্রচুর পরীক্ষাও হয়েছে”। আগামীকাল কিংবদন্তিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
