আগামীকাল ভারত মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের। তার আগে ওল্ড ট্র্যাফোর্ডে ইন্ডোর নেটে অনুশীলন করলেন বিরাটরা। ইন্ডোর নেট কারণ সেই বৃষ্টির ভ্রূকুটি। গতকাল নেটে ব্যাট করতে দেখা গিয়েছে রবীন্দ্র জাদেজাকে। এখনও অবধি বিশ্বকাপে খেলার সুযোগ পাননি জাড্ডু। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে কুলদীপ যাদব কিংবা চাহালের মধ্যে একজনকে বিশ্রাম দিতে হবে।
টিম দুর্দান্ত জায়গায়, সেমিফাইনালের দরজা ক্রমশ চওড়া হচ্ছে। সেখানে অপশনাল প্র্যাক্টিসের দিন নেটে বিরাট কেন? উত্তর একটাই। রানের খিদে। বিশ্বকাপে টপ স্কোরারদের মধ্যে প্রথম পাঁচে তাঁর নাম নেই, অনেকটাই এগিয়ে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, সাকিব আল হাসানরা। অথচ বিরাট রান করছেন না, এমন নয়। এই বিশ্বকাপে শুধুমাত্র প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ১৮, তারপরে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে রান ৮২, ৭৭ ও ৬৭। কিন্তু বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের বিশ্বকাপের মঞ্চে চার ইনিংস খেলে সেঞ্চুরি থাকবে না, হয়? আফগানিস্তান ম্যাচে তাঁর উইকেটের পরে থমকে যায় টিম, কোনওমতে ওই ম্যাচ বেরোলেও ড্রেসিংরুমে ফিরে আফশোস করতে দেখা গিয়েছে বিরাটকে। পরে টিমের শট বাছাইয়ে ভুলের কথাও বলেছিলেন।
ওল্ড ট্র্যাফোর্ডের ইন্ডোর নেটে সাত সকালে তখন টানা থ্রো ডাউন নিয়ে যাচ্ছেন তিনি। হঠাৎই ব্যাট থেকে বেরনো খুনখারাপি বোলার্স ব্যাক ড্রাইভ সামান্য উঁচু হয়ে ধেয়ে এল আম্পায়ারের জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা কোচ শাস্ত্রী আর বাঙ্গারের দিকে। কোনওরকমে মাথা বাঁচিয়ে রক্ষা দু’জনের। টানা সোয়া এক ঘণ্টার সেশনে শুধুই থ্রো ডাউন নিয়ে যাওয়া। থ্রো ডাউন স্টিক হাতে টিমের থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু আর শ্রীলঙ্কার বাঁ হাতি নুয়ান সেনাভিতারত্নে। মিচেল স্টার্ককে খেলার জন্য অস্ট্রেলিয়া ম্যাচের আগে নেটে খলিল আমেদ ছাড়া লাগানো হয়েছিল ওই নুয়ানকে। খলিল দেশে ফিরে গিয়েছেন, এবার বাঁ হাতি ক্যারিবিয়ান পেসার শেল্ডন কটরেলকে খেলার জন্য ফের নুয়ান। অফ স্টাম্প লাইনের ঠিক বাইরে বল ফেলছিলেন নুয়ান আর একাগ্র তিনি খেলে যাচ্ছিলেন বলের পর বল। অক্লান্ত সৈনিকের মতো। এই হল মঙ্গলবার সকালের বিরাট কোহলি।
বিরাট জানেন, সামনের যে কোনও ম্যাচে তাঁর ব্যাটে বড় ইনিংসের অপেক্ষায় থাকবে টিম। সে জন্য আগের দিন জিমে ওয়েট ট্রেনিংয়ের পরে তার ছবি দিয়ে নিজেই টুইট করেন, ‘নাথিং ক্যান বি ডান উইথদাউট হার্ড ওয়ার্ক।’ ক্যাপ্টেনের এই সহজিয়া দর্শনেই চলছে টিমের কাপ অভিযানে। প্র্যাক্টিসে এদিন অন্তত চারশো থেকে পাঁচশো বল টানা খেলে গেলেন এবং তার পরেও কী ভীষণ তরতাজা দেখাল। আন্দাজ করতে পারছি, একটা বড় ইনিংস আসছে। হয়তো কালই।
এদিনই ইঙ্গিত মিলল, ভুবনেশ্বর কুমারের চোট সারার পথে। দেশ থেকে নভদীপ সাইনিকে উড়িয়ে আনায় ভুবিকে নিয়ে জল্পনা বাড়লেও ওল্ড ট্র্যাফোর্ডের ইন্ডোর নেট টিম ইন্ডিয়ার সমর্থকদের স্বস্তি দিতে পারে। গত ১৬ জুন এই ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পরে এই প্রথম নেটে বল করলেন ভুবি। প্রথমে ছোট রান আপে, তার পর ফুল রান আপে। অন্তত পঁচিশ মিনিট। সঙ্গে ফিজিও প্যাট্রিক ফারহার্টের তত্ত্বাবধানে স্ট্রেচিং। দেখে মনে হচ্ছে না, কোনও সমস্যা আছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কালকের ম্যাচে খেলার সম্ভাবনা কম, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী রবিবারের ম্যাচের আগে ফিট হয়ে যাওয়ার কথা ভুবনেশ্বরের।