এবারের বিশ্বকাপে মাঠে নেমে আগুন ঝরাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এই মুহূর্তে ফর্মের তুঙ্গে অধিষ্ঠান করছেন। আফগানিস্তানকে সোমবার রাতে ৬২ রানে হারিয়ে বাংলাদেশ সাত ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে। ওই ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত সাকিব। বাংলাদেশের সেমি- ফাইনালে যাওয়ার আশা জিইয়ে আছে। তাদের পরবর্তী ম্যাচ আগামী ২ জুলাই ভারতের বিরুদ্ধে। ম্যাচের আগে প্রস্তুতি পর্ব চলাকালীন তিনি জানালেন, “ভারতকে হারাবার ক্ষমতাও আমরা রাখি”।
চারটি বিশ্বকাপে খেলা ছন্দে থাকা এই অলরাউন্ডার বলেছেন,‘ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে। মানছি, ভারত প্রতিযোগিতার অন্যতম ফেভারিট। বিরাট কোহলিরাও ছন্দে আছে। চাপের মুখে আফগানিস্তানের বিরুদ্ধে দারুণ খেলেছে। কিন্তু এই ভারতকে হারিয়ে অঘটন ঘটনার ক্ষমতা আমাদের রয়েছে। তবে সেটা করতে হলে আমাদের প্রতিটি খেলোয়াড়কে দক্ষতার শীর্ষে উঠতে হবে।’
আফগানিস্তান ম্যাচ খেলে উঠে শাকিব বলেছেন, ‘‘সন্দেহ নেই ভারত সেরা দল। ওদের হারানো সব সময়ই কঠিন। তবে আমরা অসম্ভবকে সম্ভব করতে সব রকমের চেষ্টা করব।’’ তাঁর আরও কথা, ‘‘এখানে এতগুলো ম্যাচ খেলার পরে দলের প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। আশা করি, ভারতের বিরুদ্ধে এই অভিজ্ঞতা কাজে লাগবে। ওদের বিশ্বমানের ক্রিকেটাররা রয়েছে। যে কোনও সময়ে যাদের ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তাই আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আর নিশ্চিত ভাবেই আামাদের ভারতকে হারানোর ক্ষমতা আছে।’’
উল্লেখ্য, ২৭ জুন থেকে ২ জুলাই- মাত্র ছ’দিনে ভারতকে তিনটি ম্যাচ খেলতে হবে। ক্রিকেটারদের চোটের ‘রিকভারির’ সময় এই গুরুত্বপূর্ণ পর্যায়ে খুব কম। ভারতের পর বাংলাদেশ রাউন্ড রবিন গ্রুপের শেষ ম্যাচ খেলবে ৫ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় সাকিব দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। বিশ্ব মঞ্চে প্রায় একার কাঁধেই তিনি বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছেন। প্রথম তিনটি ম্যাচে পাঁচ নম্বরে নামলেও বেশি বল খেলার জন্য শেষ চারটি ম্যাচে নেমেছেন তিন নম্বরে। নিজের স্ট্র্যাটেজিতে সাকিব সফল। তিনি বলেছেন,‘সোমবার উইকেটের অবস্থা ৩০০-৩২০ রান করার মতো ছিল না। আমরা কিন্তু পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী ব্যাট করতে পেরেছি। এটাই বেশি তৃপ্তির। ভারতের বিরুদ্ধেও এই ‘মোমেন্টাম’ ধরে রাখতে হবে। উইকেট দেখেই আমরা বুঝেছিলাম কমপক্ষে ২৪০ রান তুলতেই হবে। শেষ পর্যন্ত আমরা ২৬০ রান তুলতে পেরেছিলাম। ২০ রান ছিল বোনাস। সোমবারের ম্যাচে আমাদের গেম প্ল্যান খেটে গিয়েছে। ভারতের বিরুদ্ধে গেম প্ল্যান ক্লিক করলে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারি।’