যেন মগের মুলুক! মোদীর ‘আচ্ছে দিনে’ এবার আপনিও পেয়ে যেতে পারেন জঙ্গী তকমা! হ্যাঁ, এবার এমনই এক ফ্যাসিস্ট সিদ্ধান্ত নিল কেন্দ্র, যার ফলে যাকে তাকেই জঙ্গী বলে দেগে যাওয়া যাবে। আগামী দিনে কোনও ব্যক্তি সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত রয়েছে বলে সন্দেহ হলে তাকে জঙ্গী হিসেবে ঘোষণা করার ক্ষমতা দেওয়া হচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ)। এ যাবৎ কেবল কোনও গোষ্ঠী বা সংগঠনকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করার অধিকার ছিল তাদের।
প্রসঙ্গত, গতকাল ইউএপিএ আইনের ৪ নম্বর ধারায় পরিবর্তন করার সিদ্ধান্ত হয় মন্ত্রীসভায়, যাতে সন্দেহভাজন ব্যক্তিকে জঙ্গী বলে ঘোষণা করার সুযোগ থাকছে। পাশাপাশি, এনআইএ এবং ইউএপিএ আইনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রীসভা। বিরোধীদের আশঙ্কা, রাষ্ট্রের যদি মনে হয় কেউ সরকার বিরোধীতায় মুখ খুলছেন, তাকেও তার মানে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা যাবে। ওয়াকিবহাল মহলেরও মত, যারা সরকারের বিরুদ্ধ মত পোষণ করে থাকেন, তাদের কথা ভেবেই ওই আইন বদলাতে চলেছে সরকার।
উল্লেখ্য, গুজরাতে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এমনই ফ্যাসিস্ট পদক্ষেপ নিয়েছিলেন অমিত শাহ। সেই সময়ে একাধিক ভুয়ো সংঘর্ষ, পুলিশি বাড়াবাড়ির অভিযোগ ওঠে গুজরাত পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে। এবং ঘটনার জল গড়ায় আদালত অব্দি। এমনকী মামলার মুখে গুজরাতে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় শাহের। সেই শাহ এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় ওই প্রবণতা ফের লক্ষ করা যেতে পারে বলে আশঙ্কা বিরোধী শিবিরে। এবং অবস্থা যেদিকে এগোচ্ছে, বিরোধীদের সেই আশঙ্কাই এবার সত্যি হওয়ার পথে।