‘কাটমানি’- সম্প্রতি এই একটি শব্দ আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। সরকারি প্রকল্পে কাটমানি খাওয়া রুখতে দিনকয়েক আগেই নজরুল মঞ্চের সভা থেকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও কড়া অবস্থানের দিকে এগোচ্ছেন তিনি। কাটমানি সংক্রান্ত যে কোনও অভিযোগ উঠলেই পুলিশ আধিকারিকদের তা গুরুত্ব দিয়ে শোনার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। একই সঙ্গে অভিযুক্তদের
বিরুদ্ধে ৪০৯ ধারায় মামলা দায়েরের নির্দেশ জারি হয়েছে নবান্ন থেকে।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কাটমানির নেওয়ার অভিযোগ জন প্রতিনিধিদের বিরুদ্ধে উঠুক, বা কোনও সরকারি অফিসার অথবা কর্মচারীর বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ৪০৯ ধারায় মামলা দায়ের করতে হবে। এই ধারায় দোষ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি অবধারিত। এই বিষয়ে সোমবার নবান্নে এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং বলেন, কাটমানি সংক্রান্ত অভিযোগ পুলিশ সুপারদের গুরুত্ব দিয়ে শুনতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, অভিযোগকারী প্রাথমিক প্রমাণ পেশ করতে পারলে ওই জন প্রতিনিধি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ৪০৯ ধারায় মামলা দায়ের হবে।