এই একবিংশ শতাব্দীতেও বিশ্বের বিভিন্ন প্রান্তে গায়ের রঙের কারণে বৈষম্যমূলক আচরণ করা হয় আমজনতার সঙ্গে। মঙ্গলবার বিশ্ব ভিটিলিগো দিবসে এই আচরণেরই তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টুইটের মাধ্যমে এমন বর্ণবৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকার ডাক দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে মঙ্গলবার সকালে বাংলা এবং ইংরেজিতে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই টুইটে তিনি লেখেন, ‘আজ বিশ্ব ভিটিলিগো দিবস। আসুন আমরা শপথ নিই কারও গায়ের রঙের কারণে তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ যেন না করি’।
কিংবদন্তী নেলসন ম্যান্ডেলা আজীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। তারপরেও এই একবিংশ শতাব্দীতেও শুধু সভ্য সমাজেই নয়, কখনও কখনও ক্রিকেট এবং ফুটবল মাঠেও খেলোয়ারদের বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে। বছর দুয়েক আগে জোহানেসবার্গের মাঠে বর্ণবৈষম্যের শিকার হতে হয় দক্ষিণ আফিকার ইমরান তাহিরকে। আবার আফ্রিকানদের প্রতি ভারতীয়দের বর্ণবৈষম্যমূলক আচরণের প্রতিবাদে দিল্লীর মেট্রোয় নিজের শার্ট খুলে ফেলেন এক মহিলা। সেই ভিডিও ভাইরাল হয় সেসময়।
এবার সেসব স্মরণ করিয়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।