একা উষ্ণায়নে রক্ষে নেই, দূষণ দোসর। বিশ্ব উষ্ণায়নের ফলে একেই নাজেহাল অবস্থা বিশ্ববাসীর। তার সাথে পাল্লা দিয়ে রোজই বাড়ছে পরিবেশ দূষণ। এই সাঁড়াশি চাপে বিপদের আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে পরিবেশ বাঁচাতে একদিকে যখন চারা গাছ বিতরণ হচ্ছে, বৃক্ষ রোপণ হচ্ছে, তখনই অন্যদিকে একরের পর একর সবুজ দুনিয়া ধ্বংস করা হচ্ছে উন্নয়নের নামে! সোমবার মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে প্রায় ১৩.৩৬ হেক্টর জমির উপর লাগানো ৫৪ হাজার ম্যানগ্রোভ কেটে ফেলা হবে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের জন্যে!
এই কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। মহারাষ্ট্রের বিজেপি সরকারকে দুষছে বিরোধী এবং নেটিজেনরা। কারণ ম্যানগ্রোভ থাকায় শহরে বন্যার জল ঢুকতে পারে না। মানুষের ভোগান্তি কমে। যদিও বিতর্ক থামাতে শিব সেনার বিধায়ক মনীষা কায়ান্দের প্রশ্নের উত্তরে পরিবহনমন্ত্রী দিবাকর রাওটে বিধানসভায় বলেছেন, যে সংখ্যক গাছ কাটা হবে তার পাঁচ গুণ বেশি গাছ সরকার আবার লাগাবে। স্থানীয় বাসিন্দাদের সমস্যা হলে, তাঁদের সঙ্গে সরকারের তরফে কথা বলে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান হয়েছে। তবে এতে চিড়ে ভেজেনি।
