গা-জোয়ারি আশ্রয় নিয়েই সর্বক্ষণ থাকে গেরুয়া শিবির। মানুষকে ভয় দেখাতে আর গুন্ডামি করতেই সিদ্ধহস্ত তাঁরা। এবার বিজেপির এই আচরণ দেখল হরিপাল। যেখানে বিজেপির কর্মী সমর্থকেরা হুমকি দিচ্ছে তাঁদের ছাড়া কোনও প্রকল্পের কাজ হবে না।
পঞ্চায়েতস্তরে বিজেপি কর্মীদের দিয়েই বিভিন্ন প্রকল্পের কাজ করাতে হবে বলে হরিপাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিয়েছে বিজেপি। এমনকী, বিজেপি কর্মীদের দিয়ে কাজ না করালে কোনও কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে তৃণমূলের অভিযোগ। এই নিয়ে হরিপালে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
লোকসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপির পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, গত আট বছরে যে সমস্ত কাজ হয়েছে, তার বিস্তারিত তথ্য যেমন প্রকাশ করতে হবে তেমনই আগামীদিনে সমস্ত কাজে বিজেপি কর্মীদের যুক্ত করতে হবে। এমনকী, কোনও প্রকল্পের কাজ শুরুর আগে বিজেপির কর্মীদের সঙ্গেও কথা বলতে হবে। যদিও তৃণমূল নেতৃত্ব এই দাবি মানতে নারাজ। এই নিয়ে দু’পক্ষের চাপানাউতোর শুরু হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে এই নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
হ রিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার অভিযোগ, বিজেপি পঞ্চায়েতের কাজে নানাভাবে বাধা সৃষ্টি করছে। সেই কারণে অনেক প্রকল্পের কাজ থমকে গিয়েছে। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। বিজেপি যে দাবি করছে তা মানা সম্ভব নয়। তারা কেউই জনপ্রতিনিধি নয়। জনপ্রতিনিধি ছাড়া আমরা কারও সঙ্গে আলোচনা করব না। এরপর বিজেপি কাজ আটকানোর চেষ্টা করলে আমরা আইনানুগ লড়াই চালাব।