আর্থিক দূর্নীতি রুখতে এবার ‘ইকোনমিক অফেন্স উইং’-এ নতুন পদ তৈরি করল রাজ্য সরকার। ডেপুটি ডিরেক্টর পদ নতুন করে তৈরি করে সেখানে আনা হল আইপিএস তন্ময় রায়চৌধুরীকে। এই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন কে জয়রামন।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন তন্ময়। পরে তাঁকে পাঠানো হয় সিআইডি (অপারেশন) পদে। কিন্তু নবান্ন থেকে এ দিন বিজ্ঞপ্তি জারি করা হয়, আর্থিক দুর্নীতি দমন শাখায় নতুন পদ তৈরি করে দায়িত্ব দেওয়া হচ্ছে তন্ময় রায়চৌধুরীকে। এর আগে ভোটের সময়ে আর্থিক দুর্নীতি দমন শাখার মাথায় বসানো হয়েছিল রাজীব কুমারকে। কমিশন সরিয়ে দিতে পারে ভেবে, আগেই তাঁকে সেখান থেকে সরিয়ে দেয় নবান্ন।
আর্থিক দুর্নীতি নিয়ে রাজ্য সরকার যথেষ্ট কঠোর। এই নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রশাসনিক পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে নবান্ন। গতকাল, প্রশাসনিক বৈঠক শেষে এডিজি (আইন শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং জানিয়েছিলেন, যে ভাবে কাটমানি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে, তাতে আইনশৃঙ্খলায় সরাসরি প্রভাব পড়ছে। সমস্ত জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেন, অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রয়োজনে মামলা রুজু করতে হবে। এ দিন ফের আর্থিক দুর্নীতি দমনে আরও একটি প্রশাসনিক পদক্ষেপ করল সরকার।