আর কোনও সমস্যা রইল না। প্রত্যাহার হল কাউন্সেলিংয়ের ওপর বহাল থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশ। যার ফলে কেটে গেল রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জট। এবার প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু করতে পারবে স্কুল সার্ভিস কমিশন। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সফল মামলাকারীদের আসন ফাঁকা রাখতে হবে কমিশনকে। কিন্তু কাউন্সেলিংয়ের ওপর বহাল থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল তারা।
উল্লেখ্য, রাজ্যের সরকারি স্কুলগুলিতে সরকারি স্কুলে প্রধান শিক্ষক হতে গেলে ২০১৫ সাল পর্যন্ত স্নাতকোত্তরে ৪০ শতাংশ নম্বার লাগত, ২০১৬ সালে তা বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয় এবং ২০১৭ সালে ৫০ শতাংশ করা হয়। একে চ্যালেঞ্জ করেই মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে সবাইকে পরীক্ষায় বসার অনুমতি দেয় আদালত। কিন্তু মামলাকারীদের ফলপ্রকাশ করা হয়নি। ফলে তাঁরা কাউন্সেলিং-এ ডাক পাচ্ছিলেন না। আবার মামলা আসে আদালতে। গত ২২ শে জানুয়ারি কাউন্সেলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত। তবে এবার সেই স্থগিতাদেশই প্রত্যাহার করে নিল তারা।
