রাজ্যে ভোট পরবর্তী হিংসায় নিহতদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার নবান্নের তরফে জানানো হল, ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার৷
মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই সাহায্য দেওয়ার ক্ষেত্রে কোনও রকম রাজনৈতিক রং যেন না দেখা হয়৷ যে কোনও রাজনৈতিক দলেরই নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার৷
ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ এড়াতে কড়াভাবে প্রশাসনকে শান্তি ফেরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী সময়ে সন্দেশখালি এলাকায় হিংসা ছড়িয়েছিল বেনজিরভাবে। সেই পরিস্থিতি আয়ত্ত্বে আসতে না আসতেই অশান্তি শুরু হয়েছে ভাটপাড়ায়। হিংসায় মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। এরপরেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনও রাজনৈতিক রঙ না দেখে যেন নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো হয়। সমস্ত রাজনৈতিক দলের নিহত কর্মীদেরই এই সাহায্য দেবে সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই মৃতদের তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
