আজ বোধহয় বিশ্বকাপের সবচেয়ে সহজ ম্যাচে খেলছে ভারত। আফগানিস্তান এমন এক প্রতিপক্ষ যারা এখনও অবধি পাঁচটি ম্যাচই হেরেছে। আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে আচমকাই বেশ চাপের মুখে টিম ইন্ডিয়া। দুর্দান্ত শুরু করলেও কোহলি আউট হলেন ৬৭ রানে।
রোহিত শর্মা চলতি বিশ্বকাপে স্বপ্ন ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করা হয়ে গিয়েছে। এ দিন মুজিব উর রহমানের বলটাই ঠিক মতো বুঝতে পারলেন না। বলের লাইন মিস করে বোল্ড হলেন মুম্বইকর। ভারতের রান তখন এক উইকেটে সাত। রোহিত টিকলেন মাত্র ১০ বল। এ দিন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব বোলিং ওপেন করান মুজিবকে দিয়ে।
অন্য প্রান্ত থেকে আফতাব আলমকে বল করতে আনেন আফগানিস্তান অধিনায়ক। রোহিত দ্রুত ফেরায় ভারত অধিনায়ক বিরাট কোহলি ইনিংস গড়ার কাজ শুরু করেন লোকেশ রাহুলের সঙ্গে। রাহুল ৩০ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন। রাহুলের সমস্যা এটাই। তিনি প্রতিভাবান ব্যাটসম্যান। কিন্তু ক্রিজে জমে যাওয়ার পরে উইকেট ছুড়ে দেন তিনি। কোহলি ৪৮ বলে হাফ সেঞ্চুরি করেন। শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে ভারত। কিন্তু আফগান বোলাররা রীতিমতো পরীক্ষা নিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানদের। আফগানিস্তানের বিরুদ্ধে নতুন রেকর্ডের দিকে দৌড়চ্ছেন কোহালি। বিরাট ঝড়ে ভাঙতে চলেছে সচিন-লারার রেকর্ড। রশিদ খানদের বিরুদ্ধে ব্যাট হাতে নামার আগে ২০ হাজার রানে পৌঁছতে ১০৪ রান দরকার ছিল রান-মেশিন কোহালির। ম্যাচ শুরু হতেই অন্য মেজাজে কোহালি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম কুড়ি হাজার রানের মাইলফলক ছোঁয়ার দিকে অগ্রসর হচ্ছেন ভারত অধিনায়ক। সাউদাম্পটনেই হয়তো তাঁর মুকুটে যোগ হবে আরও একটি পালক।