লোকসভা ভোটের পর থেকে কার্যত বেপাত্তা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এমনকি এখন যখন বিহারে এনসেফেলাইটিসে প্রাণ হারিয়েছে ১২০ জন শিশু, তখনও দেখা মিলছে না তাঁর। তাই লালু-পুত্র তেজস্বী সম্পর্কে কোনও খোঁজ দিতে পারলে ৫,১০০ টাকা পুরস্কার দেওয়া হবে বলে পোস্টার লাগালেন সমাজকর্মী তমন্না হাসমি। এনসেফালাইটিসের প্রকোপ যেখানে সবচেয়ে বেশি, সেই মুজফফরপুরে লাগানো হয়েছে এই পোস্টার।
পোস্টার অনুযায়ী লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই দেখা নেই তেজস্বী যাদবের। তমান্না হাসমি বলেছেন, ‘তেজস্বী নিজেকে গরীব, পিছিয়ে পড়া দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা বলেন। কিন্তু এতজন গরীব শিশু যখন মারা যাচ্ছে, তখন তিনি কোথায়? ক্ষমতায় আসতে দলিত তাস খেলা ছাড়া এই নেতারা আর কিথুই করবেন না।’ তিনি আরও বলেন, ‘বিহার-জুড়ে ধর্ষণ, খুন, লুঠের ঘটনা বাড়ছে। রাজ্য সরকার কোমায় চলে গিয়েছে। এই পরিস্থিতিতে অন্তত বিরোধীরা সরব হতে পারে। কিন্তু তাদেরও দেখা নেই।’