রাহুল গান্ধী যে আর সভাপতি থাকছেন না, তা একপ্রকার নিশ্চিত। সেই নিয়ে দলীয় সমস্যা লেগেই রয়েছে। এর মধ্যেই দলীয় সমস্যার ঊর্ধ্বে উঠে যোগী রাজ্যে মহিলাদের উপর ঘটে চলা অত্যাচার নিয়ে সরব হলেন রাজীব কন্যা তথা উত্তর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে তাঁর তোপ, “যাঁরা ক্ষমতার শীর্ষে আছেন, তাঁরা চোখ বুজে রয়েছেন।”
গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে একের পর এক মহিলা, শিশুর উপর ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসছে। তারই কড়া নিন্দা করে যোগী রাজ্যে মহিলা, শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এই সমস্ত ঘটনার দায় উত্তরপ্রদেশের যোগী সরকারেরই নেওয়া উচিত।
বৃহস্পতিবার টুইটারে তিনি লিখেছেন, “নিরীহ মানুষেরা নির্মম অপরাধের শিকার হচ্ছে। মহিলারা ভয়ার্ত পরিবেশের মধ্যে বাস করছে। পুরুষদের জীবন্ত জ্বালানো হচ্ছে। কিন্তু যাঁরা ক্ষমতায় আসীন রয়েছেন তাঁদের চোখ বন্ধ রয়েছে। আর কবে উত্তরপ্রদেশ সরকার মহিলা এবং নাবালিকাদের নিরাপত্তার দায়িত্ব নেবে?” এই টুইটের সঙ্গে নিজের বক্তব্যের সমর্থনে একাধিক সংবাদপত্রে প্রকাশিত উত্তরপ্রদেশে মহিলা, শিশু ধর্ষণের খবরের অংশও ছবি তুলেও পোস্ট করেছেন রাজীব-কন্যা।