স্ত্রী গ্রামের মুখিয়া। মুখিয়া পদটি সংরক্ষিত দলিত সম্প্রদায়ের জন্য। গ্রামের উচ্চবর্ণ সম্প্রদায় কোনওদিনই মেনে নিতে পারেনি এই রীতি। অভিযোগ, সেই রোষেই খুন করা হল মুখিয়ার স্বামীকে। ঘটনাটি ঘটেছে মোদীর রাজ্য গুজরাতের বোতাদ জেলার জালিয়া গ্রামে।
স্ত্রী গীতা সোলাঙ্কি গ্রামের মুখিয়া। তাঁর স্বামী মঞ্জিভাই সোলাঙ্কি (৫১)-কে রাস্তায় পিটিয়ে খুন করে একদল উচ্চবর্ণের মানুষ। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় থানার ইন্সপেক্টর অশোক কুমার যাদব জানিয়েছেন, ‘জিলু খাচার নামে আরেক ব্যক্তিকে আমরা খুঁজছি। সেও এই ঘটনায় অভিযুক্ত।’
মৃতের ছেলে তুষার সোলাঙ্কি জানিয়েছেন, ‘এর আগেও বাবাকে আক্রমণ করেছে অভিযুক্তরা। আমরা বহুবার পুলিশি সুরক্ষার আবেদন জানিয়েছিলাম। কিন্তু আমাদের কোনওভাবে সাহায্য করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে।’ বোতাদ জেলার এসপি হারশাদ মেহতা জানিয়েছেন, ‘আগে চারবার মঞ্জিভাই সোলাঙ্কিকে আক্রমণ করেছিল এই অভিযুক্তরা। কিন্তু প্রত্যেকবারই কোনও না কোনও কারণে জামিনে মুক্তি পেয়ে যায় অভিযুক্তরা।’