আজ শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্কের নতুন দুই কম্পার্টমেন্টের উদ্বোধন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম৷ বেশ কিছুদিন ধরেই কাজ চলছিল এই দুই নতুন কম্পার্টমেন্টের৷ আজ তা সম্পন্ন হল৷
শতাব্দী প্রাচীন এই ট্যাঙ্ক সরানোর কাজ করার জন্য খোঁজা হচ্ছিল উপযুক্ত সংস্থার৷ অবশেষে ব্রিজ এন্ড রুফ কোম্পানি এই কাজে হাতঅ দেয়। বরাদ্দ হয় আশি কোটি টাকা।
২০১৭ সালের মে মাসে কলকাতার কোনও অংশের জল বন্ধ না রেখেই মেরামতির কঠিন চ্যালেঞ্জ নেওয়া হয়। চারটি প্রকোষ্ঠের মধ্যে দুটির কাজ শেষ হয়েছে।
ট্যাঙ্কের সংস্কার শুরু হয়েছিল এক অভিনব পদ্ধতিতে। বালিতে দূষণ বেশি হওয়ার কারণেই রং করার আগে পুরনো মরচে তোলার জন্য কলকাতা পুরসভা বেছে নেয় এক বিশেষ বন্দুক। ট্যাঙ্কের ভিতরে একশো বছর ধরে জমে থাকা মরচে, আবর্জনা এবং পুরনো রং তোলার জন্য ‘কপার ব্লাস্টিং’-এর সিদ্ধান্ত নেন তাঁরা। কেনা হয় শটগানও৷
পুরসভার আশা বাকি দুটো প্রকোষ্ঠের কাজও অত্যন্ত দ্রুত শেষ করা হবে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মেরামতির ফলে আগামী ১০০ বছরের জন্য এই ট্যাংক সুরক্ষিত হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর এত বড়ো এবং ঝুঁকিপূর্ণ কাজ কলকাতা পুরসভায় এই প্রথম।