বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স যেমন উজ্জ্বল জ্যোতি ছড়াচ্ছে ঠিক সেভাবেই তাঁর গলায় ঝকমক করছে ব্যাট আর বলের হিরের দ্যুতি। এবং ব্যাপারটা ঘটছে একেবারে আক্ষরিক অর্থেই! আসলে হার্দিকের গলায় দুলছে নতুন এক হিরের লকেট। এই স্পেশ্যাল লকেট বিশ্বকাপের কথা ভেবেই তৈরি করছেন হার্দিক। ভারতীয় ক্রিকেট বোর্ডের জনপ্রিয় অনুষ্ঠান ‘চাহল টিভি’-তে সতীর্থ যুজবেন্দ্র চাহলকে সাক্ষাৎকার দিতে গিয়ে হার্দিক বলেছেন, “আমি এটা বিশ্বকাপের জন্যই তৈরি করেছি”।
এখন অবশ্য দু’দিনের ছুটির মেজাজে ভারতীয় টিম। কিন্তু সে নিয়ে কারও কোনও বক্তব্য নেই। বরং যে ভাবে এগোচ্ছে ভারতীয় টিম, তাতে ধন্য ধন্য করছে ক্রিকেট দুনিয়া। তাঁদেরই একজন গ্লেন ম্যাকগ্রা। ভারতের বিশ্বকাপ অভিযানে যতই ব্যাটসম্যানরা দাপট দেখান, ম্যাকগ্রা কিন্তু মজে আছেন জশপ্রীত বুমরাকে নিয়ে। একা ভারতে নিজের পেস অ্যাকাডেমির জন্য এসে প্রাক্তন অজি পেসারের সাফ কথা, “ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়ায় সফরে গিয়ে দারুণ বোলিং করেছে। ওরা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অস্ট্রেলিয়ার মাটিতে বারবারই আউট করতে সক্ষম হয়েছে। বিশেষ করে আমি বলব বুমরার কথা। ওকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ছোট রান আপে অভিনব অ্যাকশনে অসাধারণ বোলিং করছে বুমরা”।
