কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচেই আটকে গেল সেলেকাওরা। কাল রাতে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করল ব্রাজিল। প্রথম ম্যাচেই ব্রাজিল ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বলিভিয়াকে। কিন্তু এদিন ম্যাচে আধিপত্য রেখেও গোলের মুখ খুলতে পারলেন না ফিলিপ কুটিনহো, এভারটনরা। ৬৯ শতাংশ বল পজেশন, ১৯টি গোলমুখী শট, ৯০ শতাংশ সঠিক পাস খেলেও ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল নেইমারহীন ব্রাজিলকে।
তবে এই ম্যাচে বিতর্ক দানা বাঁধলো ভার পদ্ধতি নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে গ্যাব্রিয়েল জেসাস ও শেষের দিকে ফিলিপ কুটিনহোর গোল ভার প্রযুক্তির মাধ্যমে অফসাইডের জন্য বাতিল হয়। যা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। সেলেকাও সমর্থকদের দাবি, ন্যায্য গোল থেকে বাতিল করা হয়েছে তাঁদের।
এটা সত্যি যে, বলিভিয়া ম্যাচের থেকেও এদিন ভাল খেলেছে ব্রাজিল। অফসাইডের জন্য দুটো গোল বাতিল হলেও কয়েকটি সহজ সুযোগ নষ্ট হয়েছে। এছাড়াও ভেনেজুয়েলা রক্ষণের কাছে কুটিনহোদের একাধিকবার আটকে যেতে হয়েছে। গ্রুপ এ-তে ব্রাজিল দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। একই গ্রুপের অপর ম্যাচে পেরু ৩-১ ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে। শনিবার ব্রাজিল গ্রুপের শেষ ম্যাচ খেলবে পেরুর বিরুদ্ধে।