এর আগে একটি রিয়ালিটি শোয়ে এক নাবালিকা প্রতিযোগীকে চুম্বন করে বিতর্ক বাঁধিয়েছিলেন তিনি। এবার প্রখ্যাত গায়ক পাপনের বাংলায় অনুষ্ঠান করতে আসা নিয়ে তৈরি হল নয়া বিতর্ক। প্রসঙ্গত, বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে নজরুল মঞ্চে নানা শিল্পী সমাগম হবে আগামী ২০ শে জুন। সেখানেই গান গাওয়ার কথা এই অসমীয়া গায়কের। কিন্তু এতেই আপত্তি বাংলার নানা বাঙালি সংগঠনের। প্রশ্ন উঠছে, ‘বাঙালি বিরোধী’ পাপন কীভাবে গান গাইবেন কলকাতায়? কারণ তিনি আসামে বাঙালির নাগরিকত্বের বিরুদ্ধে। তিনি আসামের বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা হননের পক্ষে। তাই বাংলার বুকে পাপনকে শো করতে দেওয়া অনুচিত বলেই মনে করছেন একাধিক বাঙালি সংগঠনের।
প্রসঙ্গত, আসামে এখনও বাঙালির মৃত্যু মিছিল চলছে। সেখানে বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্ত চলছে। এনআরসি ও ডি ভোটারের কারণে ইতিমধ্যেই প্রায় ৪৫ জন বাঙালি আত্মহত্যা করেছে। আর এনআরসির খসড়া থেকে বাদ পড়েছে ৩৮ লাখ বাঙালির নাম, যার মধ্যে প্রায় ৩০ লাখ হিন্দু বাঙালি ও ৮ লাখ মুসলমান বাঙালি। বাঙালিকে বিদেশী সন্দেহে ডিটেনশন ক্যাম্প নামক জেলে ঢোকানো হচ্ছে। কয়েক লাখ বাঙালির ফরেন ট্রাইবুনালে বিচারও চলছে। শুধু তাই নয়। গতবছরই বাঙালি গায়ক শান বাংলা গান গাওয়ার অপরাধে আসামের গুয়াহাটিতে আক্রান্ত হয়েছিলেন। এর ফলেই, পাপনের কলকাতায় গান গাওয়া নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে রাজ্যবাসীর মধ্যে।
