শত চেষ্ঠা করেও বাড়িতে মেলেনি বিদ্যুৎ পরিষেবা। ১৯৮০ সাল থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোনও সুরাহা হয় না। বিজেপি শাসিত মহারাষ্ট্রে তাই কৃষি সংক্রান্ত অনুষ্ঠান চলাকালীন মন্ত্রীর সামনেই আত্মহত্যার চেষ্টা করলেন কৃষক ঈশ্বর সুপরাও খারাটে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানে। কৃষক ঈশ্বর সুপরাও খারাটে জানান, “তাঁর ঠাকুরদার আমল থেকে বিদ্যুৎ পরিষেবার জন্য আবেদন করে চলেছেন। কিন্তু আজ পর্যন্ত মেলেনি পরিষেবা। এর জন্য বহু জায়াগায় ছোটাছুটি করা হয়েছে বিস্তর। অবশেষে ক্ষোভে মন্ত্রীর সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি”।
সূত্রের খবর অনুযায়ী, ওই এলাকায় কৃষি সংক্রান্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন রাজ্যের গৃহমন্ত্রী রঞ্জিত পাতিল এবং জেলা অভিভাবক মন্ত্রী মদন ইয়েরাওয়ার। অভিযোগ, হঠাৎই সেই অনুষ্ঠানে ওই কৃষক চিৎকার শুরু করে দেন তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না বলে। আর তারপরই বিষের শিশি বার করে তা খেয়ে নেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
