প্রবল বৃষ্টি শুরু হয়েছে সিকিমে৷ উত্তর সিকিমে পরিস্থিতি ক্রমেই সংকটজনকের দিকে এগোচ্ছে। মুষলধারার বৃষ্টিতে রীতিমতো বাড়ছে বিপদের আশঙ্কা। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার জল।
তিস্তা নদীতেও মেঘভাঙা বৃষ্টির প্রভাবে জলস্তর বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যার আশঙ্কা। তিস্তার জলস্তর বিপদসীমার দিকে এগোতেই বাড়ছে উদ্বেগ। উত্তরবঙ্গ জুড়ে বর্ষা এসেছে সোমবারই। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং জুড়ে চলছে ভারী বৃষ্টিপাত।
এই পরিস্থিতিতে সিকিমে বেড়াতে গিয়ে পর্যটকদের ৬০টি গাড়ি আটকে পড়েছে বলে খবর। নাগাড়ে বৃষ্টির দাপটে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। তিস্তা ফুঁসে ওঠায় চিন্তার ভাঁজ কপালে উঠেছে। ভারী বৃষ্টিতে সিকিম জুড়ে বিপর্যয় বাড়ছে। সিকিমের বৃষ্টির জেরে তিস্তা বাজার, কার্শিয়াং–সহ নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা প্রবল। ইতিমধ্যেই সেখানে ৩০০ পর্যটক আটকে পড়েছেন বলে খবর মিলেছে।