আজ বিকেলে শহরে নেমেছে স্বস্তির বৃষ্টি। শহরবাসীর বহু অপেক্ষার পর আজকের বৃষ্টি শহর জুড়ে শান্তির হাওয়া ছড়িয়েছে। উত্তরপূর্ব আরব সাগর, সৌরাষ্ট্র, কচ্ছ উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে যা বিস্তৃত হয়ে গিয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং দক্ষিণ পাকিস্তানের উপর পর্যন্ত। নিম্নচাপের সঙ্গেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী তিন–চার দিনে মধ্যেই তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। এই সব অনুকূল পরিস্থিতির জন্যই দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুর এগনোর পথ সুগম হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াহবিদরা।
তীব্র দাবদাহের পর আজ আশার বাণী শুনিয়েছে মৌসম ভবন। অনুকূল আবহাওয়ার কারণে আগামী তিন–চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গে সক্রিয় হতে পারে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু। ওড়িশা, সিকিম, উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি, কর্নাটক, কোঙ্কন উপকূল, গোয়া, তামিলনাড়ুতেও আগামী তিন–চার দিনের মধ্যেই বর্ষা ঢুকে যেতে পারে।
