গতকাল পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। এই নিয়ে সাতে সাত। তারপর থেকেই ফেসবুক খুললেই আজ হাজারো ট্রোলিং বা মিম পেজ। কোনও মিমে অসাধারণ বুদ্ধিমত্তার প্রয়োগ আবার কোনটাতে স্রেফ চুটকি। তবে ইদানীং সময়ে ফেসবুক খুলে আম বাঙালি কোন ‘মিম’ পেজ সবার আগে খোঁজে? আর উত্তরটা যদি হয় কলকাতা পুলিশের অফিশিয়াল পেজ!
গতকাল বিশ্বকাপে ম্যাচ জয়ের পরেই অভিনব উপায়ে পাকিস্তানকে খোঁচা দিল কলকাতা পুলিশ। তাঁদের তরফ থেকে এক মিম ফেসবুকে পোস্ট করা হয়। তাতে দেখা যায়, পাক অধিনায়ক সরফরাজ ভারত অধিনায়ক বিরাট কোহলিকে জিজ্ঞাসা করছেন, ভারতের এই প্রতিবার জয়ের রহস্য কী? পাল্টা কোহলির উত্তর, “আই অ্যাম নট সাপোজ টু টেল ইউ দ্যাট”। ব্যাস, তারপর আর সেই ভিডিও ভাইরাল হতে আটকায় কে?
ফেব্রুয়ারি মাসে যখন ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি সেনা, তখন তাদের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দনকে পাক সেনা জিজ্ঞাসাবাদ করছে। জবাবে প্রতিবারই একই উত্তর বর্তমানের, ‘আই অ্যাম নট সাপোস টু টেল ইউ দ্যাট’। সেখান থেকেই পাকিস্তান হারার পর সেই বিষয়টাকে নিয়েই কলকাতা পুলিশ এই মিম তৈরি করে।