২১ জুন তৃণমূলের সংহতি যাত্রা শুরু হবে চন্দ্রকোনা থেকে। সেই প্রস্তুতির পাশাপাশি শুক্রবার জেলা তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত হল সিঙ্গুরের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। এই সভায় উপস্থিত ছিলেন দলের জেলা, ব্লক, টাউন, পঞ্চায়েত, জেলা পরিষদ ও সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বের পাশাপাশি ছিলেন দিলীপ যাদব, প্রবীর ঘোষাল, মানস মজুমদার প্রমুখ।
দিলীপ যাদব জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সংহতি যাত্রার নেতৃত্বে থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। খানাকুল, গোঘাট, আরামবাগ, হয়ে প্রত্যেকটি বিধানসভা এলাকা প্রদক্ষিণ করবে এই সংহতি যাত্রা। এদিন দলীয় সংগঠন নিয়ে জেলা নেতৃত্ব এবং জেলার প্রত্যেকটি শাখা সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে।
