আজও সম্পূর্ণ স্বাভাবিক হল না বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবা৷ চরম হয়নি হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন ক্যান্সার আক্রান্ত রোগীরা৷ অসহায় অবস্থা রোগীর আত্মীয়দের৷ এই পরিস্থিতিতে রাস্তা অবরোধ করলেন রোগীদের বাড়ির লোকজন৷
হাসপাতালের জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি ও অবস্থানের জেরে সিনিয়র ডাক্তারদের ছুটি বাতিল করে আউটডোর পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হয়েছিল। কিন্তু শুক্রবার আউটডোর পরিষেবা চালুর কয়েক ঘন্টার মধ্যে তা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তাদের আত্মীয়রা। বেশ কিছুক্ষণ তারা হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করেন রোগীর পরিবার।
পূর্ব নির্ধারিত দিনে মারণরোগ ক্যান্সারের চিকিৎসা পরিষেবা নিতে এদিন হাজির হয়েছিলেন বেশ কিছু রোগী। কিন্তু আউটডোর বন্ধ থাকায় চিকিৎসার সুযোগ না পেয়ে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ক্যান্সার আক্রান্ত ছেলেকে ক্যামো দিতে আসা মহন্ত মাইতি বলেন, ‘‘সকাল সাড়ে সাতটায় এখানে পৌঁছেছি। এসে দেখছি হাসপাতালের দরজায় চাবি দেওয়া। এখন বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যাওয়া ছাড়া কোন উপায় নেই৷’’
হাসপাতালের জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি ও অবস্থানের জেরে সিনিয়র ডাক্তারদের ছুটি বাতিল করে আউটডোর পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হয়েছিল। কিন্তু শুক্রবার আউটডোর পরিষেবা চালুর কয়েক ঘন্টার মধ্যে তা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তাদের আত্মীয়রা। বেশ কিছুক্ষণ তারা হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করেন রোগীর পরিবার।