বৃহস্পতিবার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় তিনদিনের এক শিশুপুত্রের মৃত্যুর অভিযোগ উঠেছিল। শনিবার সকালে এনআরএস–এ এক গৃহবধূর মৃত্যুতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকেই দায়ী করেছে মৃতার পরিবারের লোকজন। যদিও খুলে দেওয়া হয়েছে এনআরএস–এর জরুরি বিভাগ। কিন্ত তা সত্ত্বেও চিকিৎসকদের কর্মবিরতির জের পড়ছে মুমূর্ষুদের উপর।
এব্যাপারে সুলতার পরিবারের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্যই নির্দিষ্ট সময়ে অস্ত্রোপচার করা যায়নি সুলতার। গত এক সপ্তাহ শুধু স্যালাইন দেওয়া হয়েছিল। দেরিতে অস্ত্রোপচারের ফলেই তাঁর মেয়ে মারা গিয়েছে বলে অভিযোগ করেছেন সুলতার মা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
বসিরহাটের বাসিন্দা, ৪২ বছরের সুলতা বিশ্বাসের খাদ্যনালীতে ক্যান্সার হয়েছিল। তাঁর অস্ত্রোপচারও করা হয়েছিল। সম্প্রতি ফের অসুস্থ হওয়ায় তাঁকে এনআরএস–এ ভর্তি করা হয়েছিল গত সপ্তাহের শনিবার। শুক্রবার ফের অস্ত্রোপচার হয় সুলতার। অবশেষে এদিন সকালে তাঁর মৃত্যু হয়।