কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক পিছু হঠেছিল আগেই। হিন্দী বিতর্কে এবার পিছু হঠল দক্ষিণ রেল। যোগাযোগের সরকারি ভাষা হিসেবে ইংরেজি ও হিন্দি বাধ্যতামূলক করার নির্দেশিকা বাতিল করতে বাধ্য হল দক্ষিণ রেলওয়ে শাখা।
গত ১২ জুন সাদার্ন রেলওয়ের চেন্নাই ডিভিশনের পক্ষ থেকে জারি করা অই নির্দেশিকায় বলা হয়েছিল, এবার থেকে ডিভিশনাল কন্ট্রোল অফিসার এবং স্টেশন মাস্টারদের যোগাযোগের মাধ্যম হিসাবে ইংরাজি বা হিন্দী ব্যবহার করতে হবে। ‘বিভ্রান্তি এড়াতে’ স্থানীয় ভাষাকে বিভাগীয় যোগাযোগের মাধ্যম হিসাবে পরিহার করার কথাও বলা হয় ওই নির্দেশিকায়।
এরপরেই তামিলনাড়ুতে ফের উত্তাপ ছড়ায়। বিরোধী ডিএমকে-র পাশাপাশি বিজেপির জোটসঙ্গী পিএমকেও দক্ষিণ রেলের নির্দেশিকার প্রতিবাদে সরব হয়। ডিএমকে সভাপতি স্ট্যালিন বলেন, ‘ফের জোর করে হিন্দী চাপিয়ে দেওয়ার কৌশল নিয়েছে রেল’। দক্ষিণ রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানান দলের সাংসদ দয়ানিধি মারান।সাংবাদিকদের তিনি বলেন, তামিলনাড়ুতে হিন্দি ঢোকানোর চেষ্টা রুখতে সব রকম ‘আত্মত্যাগ’ করতে প্রস্তুত তাঁরা।
এই মাসের গোড়াতে প্রস্তাবিত শিক্ষানীতির খসড়ায় দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে স্কুলে হিন্দি আবশ্যিক করার কথা বলে কেন্দ্র। যা নিয়েও প্রবল বিক্ষোভ দেখা যায় তামিলনাড়ু, কর্নাটক, তেলঙ্গানার মতো রাজ্যে।