জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে পর্যাপ্ত পরিষেবা না পেয়ে সাগরদত্ত হাসপাতালে মৃত্যু হয়েছিল তিন দিনের এক শিশুর। এবার একই অভিযোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজেও। শনিবার সকালে শিশু মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দেয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। এরপরই মৃতদেহ নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের সামনে বিক্ষোভ দেখান ওই শিশুর পরিজনরা। দু’পক্ষের মধ্যে বচসার পাশাপাশি ধস্তাধস্তিও হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিশুর পরিবারের লোকজন অভিযোগ করেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য হাসপাতালে বাচ্চাটার কোনও চিকিৎসাই হয়নি। তাই মৃত্যু হয়েছে তার। তবে চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে মানতে নারাজ হাসপাতাল কর্তপক্ষ। তাঁরা জানিয়েছেন, জন্মের পর থেকেই অসুস্থ ছিল শিশুটি। তাই মায়ের কাছেও দেওয়া হয়নি তাকে। হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তার চিকিৎসাও করেন। কিন্তু তবু তাকে বাঁচানো যায়নি।
জানা গিয়েছে, তিন দিন আগে সিজার করে মেদিনীপুর মেডিকেলে পুত্র সন্তানের জন্ম দেন মুস্তারি বিবি নামে এক মহিলা। শনিবার সকালে হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন। মৃত শিশুর দেহ জুনিয়ার ডাক্তারদের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে।