দশ দফা নিরাপত্তা পাবেন চিকিৎসকেরা। শনিবার দুপুরে অ্যাডিশনাল চিফ সেক্রেটরি একটি নোটিসে জানিয়েছেন আন্দোলনকারীদের দশ দফা দাবি মেনে নিয়েছে রাজ্য। এক সপ্তাহের মধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখে চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।
কী কী নিরাপত্তা দেওয়া হবে চিকিৎসকদের? * হাসপাতালে প্রবেশে নজরদারি ও নিয়ন্ত্রণ। * চিকিৎসক ও রোগীদের মধ্যে সমস্যা মেটাবে পুলিশ। * ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সদা তৎপর থাকবে পুলিশ। * হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। * নিরাপত্তা সুনিশ্চিত করতে একমূখী যোগাযোগ ব্যবস্থা করা হবে। * নিরাপত্তার জন্য হটলাইন, অ্যালার্ম, মকড্রিলের ব্যবস্থা থাকবে হাসপাতাল চত্বরে। * হাসপাতালে রাখা হবে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী। * এবিষয়ে দক্ষ নিরাপত্তা সংস্থাকেই দায়িত্ব দেওয়া হবে। * ২ সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে।
চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে রোগীর পরিবারের সঙ্গে এনআরএস-এর চিকিৎসকদের সংঘর্ষ হয় সোমবার রাতে। তখনই গুরুতর আহত হন পরিবহ মুখোপাধ্যায় ও যশ টেকওয়ানি নামে দুই ইন্টার্ন ছাত্র। এরপরেই জুনিয়ার ডাক্তারেরা আন্দোলনে নামেন। পর্যাপ্ত নিরাপত্তার দাবি তোলেন তাঁরা। এরপরেই চিকিৎসকদের এই দশ দফা নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।