সম্পন্ন হয়েছে লোকসভা ভোট। এবার লক্ষ্য বিধানসভা ভোট। যাকে পাখির চোখ করে হুগলীর বিধায়কদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সন্ধ্যায় চেতলায় নিজের অফিসে হুগলী জেলার তৃণমূল বিধায়ক ও গত বিধানসভার প্রার্থীদের নিয়ে বৈঠক থেকে তিনি এই নির্দেশ দেন।
এই বৈঠকে বিধায়কদের জানিয়ে দেওয়া হয় আপনাদের চোখ দিয়েই বিধানসভা দেখবে রাজ্য নেতৃত্ব। আর আপনাদের কাজে সাহায্য করবেন ব্লক সভাপতি থেকে শুরু করে নেতৃত্বরা। তবে এর মধ্যে দলের কোনও শাখা সংগঠনের কোন ভূমিকা থাকবে না। পাশাপাশি লোকসভা নির্বাচনে যে সমস্ত এলাকায় দলের ফল খারাপ হয়েছে তার কারণ উল্লেখ করে বিধায়কদের আগামী কয়েক দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন।
এরপর হুগলী কেন্দ্রে রত্না দেনাগের পরাজয় নিয়ে পাণ্ডুয়ার গতবারের প্রার্থী রহিম নবিকে বলতে বলেন ববি। সিঙ্গুর আমাদের কাছে আত্মমর্যাদার লড়াই। সবাই মিলে এক হয়ে আপনারা দলের সেই মর্যাদা রক্ষা করুন,কর্মীদের উদ্দেশ্যে স্পস্ত বার্তা দিলেন হাকিম।
ফিরহাদ এই বৈঠকে আরও বলেছেন যে, নিজেদের মধ্যে যেন কোনও সমস্যা মাথা তুলে দাঁড়াতে না পারে। মুখ্যমন্ত্রী যে আদর্শ নিয়ে চলেন তা যেন সবাই মাথায় রাখেন।