অবশেষে সুস্থ হয়ে উঠছেন এনআরএসের ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়৷ তাঁর মাথার অপারেশন যে সফল হয়েছিল তা চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন৷ আগামী সপ্তাহের শুরুতেই তাঁর ছুটি হবে এমনই জানালেন চিকিৎসকেরা৷
হাসপাতালের তরফে জানানো হয়, পরিবহর ক্ষত সুস্থ আছে। দ্রুত সেরে উঠছেন তিনি। ঘটনার অভিঘাত কাটিয়ে উঠেছেন পরিবহ। আগামী সপ্তাহের শুরুতেই তাঁর ক্ষতের সেলাই কাটা হবে। তার পর ছুটি মিলবে হাসপাতাল থেকে।
আজ দুপুরে হাসপাতালের পক্ষে চিকিৎসক প্রসেনজিৎ বর্ধন রায় জানান, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে পরিবহ। তাঁর মাথার’ ক্ষত সেরে উঠছে। তিনি স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন। কথাও বলছেন স্বাভাবিক ভাবে।
গত ১০ জুন রাতে এনআরএস মেডিক্যাল কলেজে কর্তব্যরত জুনিয়র চিকিত্সক পরিবহ মুখোপাধ্যায়ের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। এক রোগীর মৃত্যুর পর লরিতে করে এসে হাসপাতালের ভিতরেই চরম নিগ্রহ করা হয় তাঁকে। দুষ্কৃতীদের মারে পরিবহর খুলির হাড় ভাঙে। তার পর তাঁকে দ্রুত ভর্তি করা হয় ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস-এ।