দেনার দায়ে মানুষ সর্বস্বান্ত হয়। ধার নিয়ে সময় মত তা শোধ করতে না পারলে অনেক রকম হেনস্থার সম্মুখীন হতে হয় ঋণগ্রহীতাদের। তবে এবার মাত্রা ছাড়াল সব কিছুর। ঋণ নিয়ে সময়মত শোধ দিতে না পারার জন্যে ল্যাম্পপোস্টে বেঁধে মারা হল এক মহিলাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও।
ব্যাঙ্গালোরের কোডিগেহাল্লি প্রদেশে ঘটেছে এহেন বর্বরোচিত ঘটনা। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম রাজামনি। বয়স ৩৬। চামারাজানগর জেলার কোল্লেগাল প্রদেশের বাসিন্দা। সেখানে একটি ছোট হোটেল চালান রাজমনি। চিটফান্ড ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি। কিছু লোকের থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলেন রাজমনি। ধার শোধ করতে না পারায় এই ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে স্থানীয় পুলিশ মারফত কোনও তথ্য পাওয়া যায়নি।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, ধার শোধ না করার জন্য ওই মাঝবয়সী মহিলাকে একটি পোলের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মহিলাকে ঘিরে রয়েছে কয়েকজন পুরুষ। মহিলাকে জুতো লাঠি দিয়ে পেটানোর কথাও শোনা গিয়েছে ভিডিওটিতে। ঘটনার সঙ্গে জড়িত সাত জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।