মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান মানতে পারেননি নীতিশ কুমার। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করার ২৪ ঘণ্টার মধ্যে জেডিইউ মুখপাত্র অজয় আলোককে দল ছাড়তে বাধ্য করলেন নীতিশ কুমার।
বাংলাকে ‘মিনি পাকিস্তান’ বানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করার জন্য দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র অজয় অলককে পদ ছাড়তে বাধ্য করল নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল।
সাংবাদিক বৈঠকে অজয় অলোক বলেন, ‘বাংলায় যা হচ্ছে, তা গভীর দুশ্চিন্তার কারণ। অনেক দিন ধরেই আমি এটা বলছি। বুঝতে পারছি না, কী কারণে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। হতে পারে, এনডিএ-র সঙ্গ ছাড়া পৃথক ভাবে চার রাজ্যে বিধানসভা নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছে জেডিইউ, সেই কারণেই তিনি খুশি। কিন্তু এর জন্য তাঁর ত্রুটিগুলি অস্বীকার করা যায় না। নিজের রাজ্যকে মিনি পাকিস্তানে পরিণত করার আগে ওঁকে থামতে হবে’।
পটনায় ওই মন্তব্য করার ২৪ ঘণ্টার মধ্যে দলীয় মুখপাত্র পদ থেকে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন অলোক। এই মন্তব্য শুনে ক্ষুব্ধ হন নীতিশ কুমার। জেডিইউ অন্দরমহলের খবর, বিজেপির কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য অজয় অলকের মন্তব্য বিশেষ সুনজরে দেখেননি নীতীশ কুমার। তাঁর নির্দেশেই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন প্রাক্তন দলীয় মুখপাত্র।