ভোট পরবর্তী হিংসা বাংলায় অব্যাহত। গেরুয়া তান্ডবে মানুষ তটস্থ হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে রাজ্যের শাসক দলের নেতা-কর্মীরা কেউই বাদ পড়ছে না এই হিংসার ছায়া থেকে। এইবার বাংলার প্রতিবেশী রাজ্যতেও সেই আঁচ পাওয়া গেল। বিহারে আছড়ে পড়ল রাজনৈতিক হিংসা। বিহারে এইবার এনডিএ–জেডিইউ জোট ভালো আসন পেয়েছে। আর তারপর থেকেই এরকম ঘটনা শুরু হয়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিহারের মুজাফফরপুর জেলায় দু’জন আরজেডি’র স্থানীয় নেতাকে গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। আরজেডি’র এই দু’জন নেতা হলেন, জেলা সাধারণ সম্পাদক সুরেন্দ্র যাদব এবং স্থানীয় নেতা উমাশঙ্কর প্রসাদ। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শেরনা গ্রামের কাছে একজনকে দুটি গুলি করা হয়। অন্যজনকে চারটি গুলি করা হয়েছে।
তবে কি কারণে এই গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএসপি মুকুল রঞ্জন। নীতীশের রাজ্যে দু’জন আরজেডি নেতাকে গুলি করা হয়েছে। আর এতেই শিউরে উঠল রাজনৈতিক মহল। সারা দেশেই কম বেশি এই হিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে, যা বাঞ্চনীয় নয়।