এবার অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের মানবিক রূপ দেখলো গোটা ক্রিকেট বিশ্ব। কাল বিশ্বকাপের চতুর্থ ম্যাচে জিতলো অস্ট্রেলিয়া। দুরন্ত শতরান করেন ডেভিড ওয়ার্নার। মূলত তাঁর শতরানে ভর করেই কালকের ম্যাচ জিতে নেয় অজি ব্রিগেড। গতবছর সাসপেন্ড হওয়ার পর এবারের বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ডেভিড ওয়ার্নারের প্রথম সেঞ্চুরি আসে বুধবার পাকিস্তানের বিরুদ্ধেই। সাথে জিতে নেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার।
কিন্তু এবারের ট্রফি তিনি আর সঙ্গে নিয়ে বেরোলেন না মাঠ থেকে। বরং সেই ট্রফি তিনি তুলে দিলেন দর্শকের আসনে বসে থাকা এক অস্ট্রেলীয় বাচ্চার হাতে। দর্শকাসন থেকে করা একটি ভিডিয়োয় ধরা পড়েছে এই সুন্দর মুহূর্তটি। ২০১৯ সালের বিশ্বকাপে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রথমে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান।