গতকাল রায়বরেলিতে গিয়ে কংগ্রেস কর্মীদের তিরস্কার করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এবার তিনি আশা করেছিলেন, উরত্তরপ্রদেশে ভালো ফল করবে দল। বাস্তবে গোটা রাজ্যে তাঁর দল পেয়েছে মাত্র ১ টি আসন। একমাত্র রায়বরেলি থেকেই জিতেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা প্রিয়াঙ্কার মা সনিয়া গান্ধী। এমনকি এতদিনকার কংগ্রেসের গড় নামে পরিচিত অমেঠি আসনেও দলের সভাপতি রাহুল গান্ধী পরাজিত হয়েছেন।
বুধবার সনিয়া ভোটে জেতার পর রায়বরেলিতে ভোটারদের ধন্যবাদ জানাতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়াঙ্কা। সেখানে তিনি কংগ্রেস কর্মীদের বলেন, “আমি ভাষণ দিতে চাইনি। কিন্তু আপনারা আমাকে কিছু বলতে অনুরোধ করেছেন। আমাকে যদি বলতেই হয়, সত্যি কথাই বলব। সত্যি কথাটা হল, রায়বরেলিতে কংগ্রেস জিতেছে সনিয়া গান্ধী ও স্থানীয় মানুষের জন্য।”
ভোটের আগে উত্তরপ্রদেশে টানা প্রচার চালিয়েছিলেন প্রিয়াঙ্কা। রায়বরেলি বা অমেঠি বাদে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতেও একাধিকবার প্রচারে গিয়েছেন। তিনি বুধবার বলেন, কারা দলের জন্য খেটেছে, সেকথা সকলেই জানে। কারা মনপ্রাণ দিয়ে কাজ করেনি, তাদের নামগুলো জানতে পারব।
বুধবার সনিয়া বিজেপির সমালোচনা করে বলেন, ক্ষমতায় থাকার জন্য তারা ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। দেশের ভোটপ্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাঁর কথায়, “আমি মনে করি, আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হল, ক্ষমতায় থাকার জন্য বিজেপি ভব্যতার সীমা লঙ্ঘন করছে।”
মে মাসের শুরুতে সনিয়া বলেছিলেন, দেশের মূল নীতিগুলি রক্ষার জন্য তিনি সবরকম আত্মত্যাগে তৈরি। বুধবার তিনি রায়বরেলিতে বলেন, “আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মূল নীতিগুলি রক্ষা করব। কংগ্রেসে আমাদের আগের প্রজন্মের নেতারা যে ঐতিহ্য সৃষ্টি করে গিয়েছেন, তা রক্ষা করব। আমি সেই প্রতিশ্রুতি পালন করতে তৈরি। আমি জানি সামনে খুব কঠিন দিন আসছে। কিন্তু আমি নিশ্চিত, আপনাদের সমর্থন পেলে কংগ্রেস প্রতিটি চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে পারবে।”