এনআরএস কাণ্ডের প্রতিবাদ আগুনের মতো ছড়িয়ে পড়েছিল এসএসকেএম-এও। যার ফলে চিকিৎসা না পেয়েই ফিরে যেতে হচ্ছিল রোগীদের। স্বাস্থ্য পরিষেবায় চলছিল গুরুতর সঙ্কট। কিন্তু অবশেষে তিনি এলেন, দেখলেন, এবং জয় করলেন। হ্যাঁ, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এসএসকেএম হাসপাতালে চালু হয়ে গেল জরুরি বিভাগ। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আন্দোলনের জায়গা থেকে অ্যাকাডেমিক ভবনের দিকে রওনা দিয়েছেন।
প্রসঙ্গত, এদিন সকালেই এসএসকেএম পৌঁছে যাব মুখ্যমন্ত্রী। সেখানে রোগীদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। জরুরি বিভাগের সরকারি অফিসে দীর্ঘক্ষণ বসে থেকে নিজে তদারকি করে পরিস্থিতি স্বাভাবিক করতে থাকেন তিনি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন, ‘এভাবে পরিষেবা বন্ধ রাখা যাবে না। চার ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে সমস্ত ডাক্তারকে। পাবলিককে পরিষেবা দিতে হবে। কাজে যোগ না দিলে কঠোর পদক্ষেপ করা হবে। কাজে যোগ না দিলে হোস্টেল খালি করে দেওয়া হবে প্রয়োজনে।’
শুধু তাই নয়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তারদের কোনও ধর্ম হয় না৷ বেসরকারি হাসপাতালগুলিকে অনুরোধ সহযোগিতা করুন৷ লক্ষ লক্ষ মানুষ দূর দুরান্ত থেকে আসছে৷ তাদের পরিষেবা দিতে হবে।’ মুখ্যমন্ত্রীর এ হেন বার্তাতেই কাজ হয়। তারপরেই শুরু হয়ে যায় জরুরি বিভাগ খোলার তোড়জোড়। ইতিমধ্যেই কাজে যোগ দিতে শুরু করেছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।