স্বামীর জন্মদিনে স্ত্রীর অভিনন্দন জানাবেন এটা নতুন কি। তবে সেই স্বামীর নাম যদি হয় লালুপ্রসাদ যাদব, তাহলে রাবড়ি দেবীর শুভেচ্ছা তো হবে অন্যরকমই। তবে বিহার তথা দেশে লালুর ব্যক্তিত্ব এতটাই যে সেখানে তাঁর জন্মদিন পালন হয় না। হয় আবির্ভাব দিবসের পালন। লালুর ৭২ তম জন্মবার্ষিকীতে রাবড়িদেবী এমনই এক টুইট করে তাঁর স্বামীকে অভিনন্দন জানিয়েছেন। যা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
মঙ্গলবার টুইটারে স্বামীর উদ্দেশে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী লিখেছেন, ‘প্রিয়তম, শ্রদ্ধেয় লালুপ্রসাদজি, আপনার ৭২তম আবির্ভাব দিবসে অনেক শুভেচ্ছা। আমার বয়স যেন আপনার আয়ুবৃদ্ধি ঘটায়।’ পটনায় লালুপ্রসাদের আবির্ভাব দিবস পালনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে আরজেডি পার্টি অফিসে চূড়ান্ত ব্যস্ততা চলেছে।
পাশাপাশি, গৃহকর্তার অনুপস্থিতিতে বড়ই নিষ্প্রভ রাবড়িদেবীর বাসভবন। রাঁচির বিরসা মুণ্ডা সেন্ট্রাল জেলে বন্দি লালুপ্রসাদ ২০১৮ সালের অগস্ট মাস থেকে আরআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার অসুস্থ লালুপ্রসাদের সঙ্গে দেখা করেন আরজেডি ও কংগ্রেস নেতারা। জেলের নিয়ম অনুযায়ী, প্রতি শনিবার মাত্র তিনজন বহিরাগত লালুর সঙ্গে দেখা করার অনুমতি পান। তাই তাঁর আবির্ভাব দিবসে লালুজীর সঙ্গে দেখা হবে না। তাঁর অনুপস্থিতিতেই তাঁর জন্মদিন উদযাপনে মাতবে বিহারবাসী। তাঁদের প্রিয় নেতা যতই তাঁদের সঙ্গে না থাকুক সবার মনের মধ্যে লালুর ছবি গাঁথা আছে। তাই তাঁদের প্রিয় নেতার এই গুরুত্বপূর্ণ দিনে মেতে উঠবে সবাই।