রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছিল ভারতীয় বায়ুসেনার একটি বিমান। এক সপ্তাহ পরে অবশেষে খোঁজ মিলল এএন-৩২-র। বিমানটির খোঁজে দিনরাত এক করে খেটেছেন বায়ুসেনার জওয়ানরা। ব্যবহার করা হয়েছে সমস্তরকম অত্যাধুনিক প্রযুক্তি। অরুণাচল প্রদেশে সিয়াং জেলায় উদ্ধার হল ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমান এএন-৩২র ধ্বংসাবশেষ।
একটি মি-১৭ হেলিকপ্টার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় বলে জানা গিয়েছে। অসমের জোড়হাট থেকে টেক অফ করার কিছু পরেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। অরুণাচল প্রদেশের চিন সীমান্তের কাছে মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাচ্ছিল এএন-৩২ বিমানটি।
প্রসঙ্গত, গত ৩ জুন দুপুর ১টা নাগাদ অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার এএন-৩২ পণ্যবাহী বিমানটি৷ তখন বিমানটিতে সওয়ার ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ জানা গিয়েছিল, উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আন্তনাভ বিমানটি। এমনকি বিমানটি খুঁজে বার করার জন্য সাধারণ মানুষের সাহায্যও চেয়েছিল ভারতীয় বায়ুসেনা। সঙ্গে পাঁচ লক্ষের পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছিল।