প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা নাট্যকার গিরিশ কারনাড। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকালে তার জীবনাবসান হয়। বার্ধক্যজনিত অসুখে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন একাধিক পুরস্কার জয়ী এই নাট্যকার। চিকিৎসকরা জানিয়েছেন মাল্টি অরগ্যান ফেলইওর হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
গিরিশ কারনাডের জীবনাবসানে ভারতের নাট্যজগতে একটি যুগের অবসান হল বলেই মনে করছে নাট্যমহল। বিশ্ব চলচ্চিত্র নিয়ে তাঁর জ্ঞান ছিল অগাধ। ১৯৭০ সালে কন্নড় ছবি ‘সংস্কারা’র চিত্রনাট্য লেখেন গিরিশ। জ্ঞানপীঠ পুরস্কার জয়ী এই অভিনেতার জীবনাবসানে টুইট করে শোক জ্ঞাপন করেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া থেকে বহু বিশিষ্টজন।
১৯৭৪ সালে পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণ সম্মান পান এই কন্নড় অভিনেতা। ১৯৩৮ সালের ১৯ মে মুম্বইয়ে জন্ম গিরিশের। তারপর পড়াশুনার সূত্রে পাড়ি দেন বিলেতে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। সেখান থেকেই নাট্যচর্চা শুরু তাঁর। ১৯৬১ সালে তাঁর লেখা ‘যযাতি’ নাট্যমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। তারপর একের পর এক কালজয়ী নাটক লিখেছেন তিনি। তারমধ্যে উল্লেখযোগ্য, ‘তুঘলক’ ও ‘হয়বদন’।