লোকসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই কুকথা ও বিতর্কিত মন্তব্যের ফোয়ারা ছুটছে বিজেপির নেতা-মন্ত্রীদের মুখ থেকে। ভোট ঘোষণা এবং ভোট শুরুর পর তার পরিমাণ আরও বাড়ে। যেমন মালেগাঁও বিস্ফোরণের মতো গুরুতর ঘটনায় অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর প্রার্থী হিসেবে মধ্যপ্রদেশের ভোপালে পা রাখার দিন থেকেই মুখ খুলে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন। কিন্তু ভোট মিটে গেলেও মেটেনি নেতাদের কুরুচিকর মন্তব্যের বর্ষণ। এবার শালীনতার মাত্রা ছাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শয়তান’ বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ!
তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একজন শয়তানে পরিণত হয়েছেন। তিনি বিজেপি কর্মীদের রক্ত খেতে চান। বর্তমানে তিনি ও তাঁর দল রাজ্যের সাধারণ মানুষকে হিন্দু ও মুসলিম হিসেবে চিহ্নিত করে একে-অপরের বিরুদ্ধে লড়িয়ে দিতে চাইছে।’ এরপরই কোনও প্রমাণ ছাড়াই সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করে বলেন, ‘আমাদের দলের কর্মীদের খুন করার নির্দেশ দিয়েছেন তিনি। তাই অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। খুব তাড়াতাড়ি নির্বাচন করারও প্রয়োজন রয়েছে। কারণ প্রতিদিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।’
স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি বিজেপি সাংসদের এ হেন কুরুচিকর মন্তব্যের পর তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কী করে কোনও প্রমাণ ছাড়াই এমন অভিযোগ তুলতে পারেন সৌমিত্র, তা নিয়েও উঠছে প্রশ্ন। সবমিলিয়ে সাংসদের কুরুচিকর মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের গেরুয়া শিবির।