বিজেপিতে থেকেও বিজেপি বিদ্রোহী ছিলেন তিনি। ভোটের আগেই যখন মহাজোটের সলতে পাঁকানো চলছে, সেই সময় গেরুয়া শিবিরে থেকেও হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ইউনাইটেড ইন্ডিয়া’ সমাবেশে। এবং তাঁকে বাংলার আয়রন লেডি আখ্যা দিয়েছিলেন। এবার ফের মমতার প্রতি নিজের সমর্থন জানিয়ে টুইট করলেন অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। লিখলেন, ‘অনেক হয়েছে, আর নয়!’
সম্প্রতি গোলমাল পাকানোর উদ্দেশ্যে গেরুয়া শিবিরের তোলা ‘জয় শ্রীরাম’ স্লোগানের প্রতিবাদ করেছেন মমতা। সাফ জানিয়ে দিয়েছেন, “জয় শ্রীরাম নিয়ে সমস্যা নেই। কিন্তু বিজেপি যে ভাবে এই ধর্মীয় শব্দবন্ধটা ব্যবহার করে রাজনীতি করছে, এবং অস্থিরতা তৈরি করছে, সেটা নিন্দনীয়।” তবে এরপরই সমালোচনার শিকার হয়েছেন তিনি। শুধু বিজেপি নয়, এই ইস্যুতে বাম এবং কংগ্রেসও বিরোধিতা করতে শুরু করেছে তাঁর। সেই প্রসঙ্গেই টুইট করে তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ালেন শত্রুঘ্ন।
তিনি লেখেন, ‘ধর্মের নাম নিয়ে রাজনীতি করা উচিত নয়, তা গ্রহণযোগ্যও নয়। মানুষ উন্নয়ন চায়, সংস্কার চায়, এগিয়ে যেতে চায়। কিন্তু এখন সারা দেশ ওই মহিলার (মমতার) প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে, কারণ তিনি ভোটের পরেই রাজনীতির এই ধর্মীয়করণের বিরুদ্ধে গলা তুলেছেন।’ তিনি আরও একটি টুইটে লেখেন, ‘আমরা সকলেই রামের ভক্ত। কৃষ্ণর ভক্ত। মা দুর্গা, মা কালীরও ভক্ত। এই নিয়ে তো এত জটিল পরিস্থিতি তৈরি করার কিছু নেই। মূলত বাংলার মানুষকে এই ব্যক্তিগত ধর্মবিশ্বাস নিয়ে উস্কানি দিলে তার জবাবও খুব সুবিধার হবে না।’
প্রসঙ্গত, শত্রুঘ্ন সিনহা তাঁর প্রথম রাজনীতি-জীবন বিজেপি দিয়ে শুরু করলেও, পরে তিনি কংগ্রেসে যোগ দেন। তবে আগে বিজেপি-তে থাকাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সব সময়েই বিশেষ সম্মান দেখিয়েছেন শত্রুঘ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপি-কে রোখার জন্য কলকাতায় মিছিল করেন, তখনও বিহারিবাবু তাঁর উদ্দেশ্যে বলেছিলেন, ‘গ্রেট টাইগ্রেস’। গতকালের টুইটেও মমতাকে ফের ওই সম্বোধনই করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘অনেক হয়েছে, বাংলার বাঘিনী তথা বাংলার সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে অহেতুক উত্তেজিত করার চেষ্টা আর নয়। এই ধরনের নাটক এবং পোস্টকার্ড যুদ্ধ বন্ধ করতে হবে।’