লোকসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্ঠা চালাচ্ছে। উত্তরবঙ্গের গঙ্গারামপুর থেকে দক্ষিণবঙ্গের সন্দেশখালি, সর্বত্র গোলমালের নেপথ্যে বিজেপি এবং আরএসএস। রবিবার এমনই অভিযোগে সরব হয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিজয় মিছিলের নামে তাণ্ডব করছে বিজেপি। গত সপ্তাহে উত্তর দমদমের নিমতায় এক তৃণমূল কর্মী খুনের প্রতিবাদে জমায়েতে মুখ্যমন্ত্রী এমনই দাবি করেছিলেন। আর সন্দেশখালির ঘটনার পর পার্থবাবু এদিন দাবি করেছেন, “বিজেপি রাজ্যজুড়ে অশান্তি পাকাতে চাইছে। এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। রাজ্যে যে শান্তির বাতাবরণ রয়েছে, তা নষ্ট করার উদ্দেশ্যে এই রক্তপাত ঘটাচ্ছে বিজেপি। এর নেপথ্যে আরএসএসের হাতও রয়েছে বলেও আমার মনে হয়”।
তৃণমূলের মহাসচিবের বয়ানে স্বরাষ্ট্র মন্ত্রকে একটি চিঠিও পাঠানো হচ্ছে। তাতে দলের পক্ষ থেকে জানানো হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেভাবে একটা উপসংহারে পৌঁছে গিয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন। সত্যাসত্য এবং বাস্তব বিবেচনা না করে, রাজ্য সরকারের রিপোর্ট না নিয়েই তারা বলে দিয়েছে, বাংলার আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। গত ছ’মাস ধরে লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং আদর্শ আচরণবিধির সুযোগ নিয়ে বিজেপির গুণ্ডারা রাজ্যে অশান্তি ছড়িয়েছে। বিজেপির তিন এমপি ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাস ছড়ানোর চক্রান্ত করেছেন। বিজেপির গুলিতে চারজন তৃণমূল কর্মী প্রাণ হারিয়েছেন। রাজ্য সরকার ঘটনার তদন্ত করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।